ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে বাস চাপায় এক এনজিও কর্মী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদূশী ও হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলটি উল্টো পথে দাউদকান্দির দিকে যাচ্ছিল। এসময় কুমিল্লাগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এনজিও কর্মী
মোটরসাইকেল আরোহী জুয়েল দাস (৩০) মারা যায় এবং তার সাথে থাকা এনজিও কর্মী ইমন (২৯) গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠায়। কর্ত্যবরত চিকিৎসক জুয়েল দাসের মৃত্যু নিশ্চিত করেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ইমনকে ঢাকায় প্রেরণ করেন।
নিহত মোটরসাইকেল আরোহী জুয়েল দাস হবিগঞ্জ জেলায় আজমিরীগঞ্জ উপজেলার পাটুনীপাড়া গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে। সে গৌরীপুর অবস্থিত বিজ এনজিওতে কর্মরত ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনার পরপরই বাস পালিয়ে যায়। জুয়েল দাসের লাশ তার স্ত্রী পলি রানী দাসের নিকট হস্তান্তর করা হয়েছে।