শিরোপার
স্বপ্ন নিয়েই নারী এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। তাও আবার ঘরের মাঠে। প্রথম
ম্যাচ অনায়াসে জিতলেও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে।
৭০ রানে থেমে যাওয়ার পর সেই ম্যাচ ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাজে হারের পর
সিলেটের উইকেটকে দুষছেন নারী দলের কোচ এ কে এম মাহমুদ ঈমন। মঙ্গলবার
দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কোচ উইকেটের সমালোচনা করেছেন।
ঈমন
বলেছেন, ‘এটা যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট। আমি স্থানীয় ক্রিকেটেও এরকম
উইকেট দেখিনি। এটা মেয়েদের ক্রিকেটের মনোবল ও প্রস্তুতি পিছিয়ে দেওয়ার জন্য
যথেষ্ট। আমি মেয়েদের ক্রিকেট নিয়ে যতদিন ধরে কাজ করেছি, এরকম উইকেট
দেখিনি।’
যেহেতু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। তাই স্পোর্টিং
চাওয়াটা অন্যায় মোটেই নয়। ঈমন বললেন ঘরের মাঠের দল হিসেবে বাড়তি সুবিধার
প্রয়োজন নেই। দরকার শুধু স্পোর্টিং উইকেট, ‘যদি সত্যি কথা বলি, আমি ঘরের দল
হিসেবে সুবিধা চাই না। কিন্তু একটা স্পোর্টিং উইকেটের প্রয়োজন। সব জায়গায়
দেখেছি, যত জায়গায় মেয়েদের ক্রিকেটের খেলা হয়েছে। চেষ্টা করে স্পোর্টিং
উইকেট দিতে।’
উইকেট নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এতই ক্ষুব্ধ যে
তারা নাকি আম্পায়ার্স কমিটির কাছে নালিশও করেছেন! ঈমনের কথাতেই জানা গেলো,
‘কালকে (সোমবার) আমাদের ম্যানেজারও আম্পায়ার্স রিপোর্টে এটা দিয়েছে। উইকেট
নিয়ে অবশ্যই আমাদের কনসার্ন পারসনদের সঙ্গে কথা হয়েছে। তারাও আমাদের
আশ্বস্ত করেছেন। যেহেতু এটা এসিসির টুর্নামেন্ট। এসিসির যারা প্রতিনিধি
তাদের কাছেই নালিশ দিয়েছি।’
সব মিলে এখন পাকিস্তানের কাছে ম্যাচ হারের
জন্য পারফরম্যান্সের চেয়ে উইকেটের দায়টাই বেশি দেখছেন বাংলাদেশ কোচ, ‘আমি
পরিষ্কারভাবে বলতে চাই উইকেটের যে আচরণ ছিল এটা ডিসাইডেড ম্যাচ ছিল। আপনারা
দেখতে পারবেন উইকেটের আচরণ। তারপরও আমরা তিন বিভাগেই খারাপ খেলেছি।’
বাংলাদেশ
দল সকালে ব্যাটিং সমস্যায় পড়লেও দুপুরে পাকিস্তানের ততটা সমস্যায় পড়তে
হয়নি। অনায়াসেই ম্যাচ জিতেছে। যদিও পাকিস্তানের সিদ্রা আমিন বলে গেছেন
টি-টোয়েন্টির জন্য এটা মোটেও আদর্শ উইকেট নয়। ঈমনও বললেন, ‘আর্লি মর্নিং
উইকেটে ঝামেলা থাকে। সকালে ঝামেলা থাকতে পারে। তাই বলে এতটা বাজে উইকেট
প্রত্যাশিত নয়।’