ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
Published : Wednesday, 5 October, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র?্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র?্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে র?্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে তারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, ইউআরসি ইনস্ট্রাক্টর হাজেরা খাতুন, আনসার বিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, তথ্য সেবা কর্মকর্তা মুনিরা বেগম প্রমুখ।