"দল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে" - হাসেম খান এমপি
Published : Wednesday, 5 October, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"যারা দলের জন্য নিবেদিত প্রাণ দল অবশ্যই তাদেরকে মূল্যায়ন করে। তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছে।" ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সোমবার বিকেলে এমপির বাসভবনে নবগঠিত কমিটির পরিচিত অনুষ্ঠানে কুমিল্লা -৫ ( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এসব কথা বলেন।
শশীদল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নবাগত কমিটির পরিচিত সভায় সভাপতি খিজির আলী মেম্বার, সহ সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ ৫১' সদস্য এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হাজী শাহ আলম ডিলার, শশীদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবু সাইদ, শশীদল ইউনিয়ন সাবেক ছাত্র লীগের সভাপতি রুবেল আহমেদ,যুবলীগের নেতা হাফেজ আবু কাউসারসহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।