বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Published : Wednesday, 5 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
"সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সারে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্য্যালয়ের যৌথ আয়োজনে উপজেলায় এ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হালিমা খাতুন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিশন আরা, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম প্রমুখ। এসময় বিভাগীয় বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।