ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমী
Published : Wednesday, 5 October, 2022 at 12:00 AM, Update: 05.10.2022 12:05:43 AM
শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমীরণবীর ঘোষ কিংকর: আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আজ বুধবার (৫ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শরতের এই ধর্মীয় উৎসব। কুমিল্লার ৭৯৩টি পূজা মন্ডপসহ সকল পূজা মন্ডপে বাঁজবে বিষাদের সূর।
পঞ্চিকার তিথি অনুযায়ী আজ সকাল ১১টা ৪০ মিনিটের মধ্যে শাস্ত্রিয় ভাবে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মত্তলোক থেকে স্বর্গালোকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়। এর আগে সকাল ৮টা ৫৮ মিনিটের মধ্যে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপ্ত হবে।
পঞ্জিকার তিথি উল্লেখ করা হয়েছে এবছর দেবী দুর্গা স্বর্গালোক থেকে গজে (হাতি) চড়ে মত্তলোকে এসেছেন এবং দশমী তিথিতে পিতৃগৃহ ত্যাগ করে নৌকায় চড়ে স্বর্গালোকে গমন করবেন (যার ফল পৃথিবীতে শস্য ও জল বৃদ্ধি পাবে)।
এবছর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিকেলের মধ্যেই সকল পূজা মন্ডপের প্রতীমা বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। যে কারণে আজ সন্ধ্যার পর কোন মন্ডপেই থাকছেন শারদীয় দুর্গোৎসবের আনন্দ।
মঙ্গলবার (৪ অক্টোবর) মহানবমী তিথিতে সজল নয়নে ভক্তরা দুর্গতিনাশিনী দেবী দুর্গার চরণে অঞ্জলি দিয়েছেন। দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে ছিল বিষাদের ছায়া। ঢাকঢোল, কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন বাদ্য, ধূপ আরতি ও দেবীর পূজা-অর্চনায় শুধুই ছিল বিদায়ের সূর।
সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমী পূজার আনুষ্ঠানিকতা। মহাসপ্তমী থেকে মহাঅষ্টমী তিথিতে কুমিল্লা জুড়ে বৃষ্টির প্রভাবে আনন্দের জোয়ারে ভাটা পড়ে ভক্ত-দর্শণার্থীদের হৃদয়ে। মহানবমীতে আবহাওয়া অনূকূলে থাকায় বেশ ভালভাবেই পূজা উপভোগ করতে পেরেছেন তারা।
পুরাণ মতে, এ তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। এছাড়া ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছেন দেবী দুর্গা। নবমী সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়েছে সন্ধিপূজা। মহিষাসুর বধের সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এ আচারের সময় দেবীকে চামুণ্ডা রূপে পূজা করা হয়েছে।
শাস্ত্রে আছে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদলাভ হয়। শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে রোববার দশভুজা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। নীল অপরাজিতা ফুল নবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে এ যজ্ঞ করা হয়। পূজা শেষে যথারীতি অঞ্জলি।
কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী জানান, শাস্ত্রিয় ভাবে সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়েই মাতৃদেবী দুর্গাকে পিতৃগৃহ থেকে বিদায় জানানো হয়। সুতরাং বিকাল ৪টার মধ্যেই সকলে প্রতীমা বিসর্জন শেষ করবেন এমনটাই প্রত্যাশা আমাদের ।