ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বিলুপ্ত হয়নি কুবি ছাত্রলীগের কমিটি’
Published : Wednesday, 5 October, 2022 at 12:00 AM, Update: 05.10.2022 12:05:53 AM
‘বিলুপ্ত হয়নি কুবি ছাত্রলীগের কমিটি’কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য।
কমিটি বিলুপ্তির ঘোষণাকে কেন্দ্র করে তিন দিন ধরে চলমান ধোয়াঁশার মধ্যে সোমবার রাত ৯টায় একটি বেসরকারি টেলিভিশনের টক শো তে এসে বর্তমান কমিটি বলবৎ থাকবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদালয়ে বর্তমানে যে কমিটি আছে সেটি বলবৎ থাকবে। এ মাসের শেষে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে কমিটি তুলে দিব।
এর আগে শনিবার (১ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে কমিটি বিলুপ্তি হয়নি দাবি করে লেখক ভট্টচার্য এক ক্ষুদেবার্তা বলেন, কমিটি বিলুপ্ত করা হয় নাই। সম্মেলন আয়োজন করা হবে। তারিখ নির্ধারণ হলে জানানো হবে।
তবে কমিটি বিলুপ্তি'র বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে সভাপতি জয় বলেন, আমরা একই দিনে ৩টি ইউনিটের সম্মেলনের তারিখ দিয়েছি। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেটাতে সম্মেলনের তারিখ দেওয়ার চিন্তা ছিল কিন্তু ভুলবশত সম্মেলনের তারিখ ছাড়া বিভিন্ন মাধ্যমে প্রেস রিলিজটি শেয়ার হয়ে গেছে এবং আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি?
উল্লেখ্য, শুক্রবার রাত ১১টা ৪৯ মিনিটে ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজে কুমিল্লা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে এমন একটি সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেখানে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষর দেখা যায়। এমনকি ১০ দিনের মধ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়।
সেসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ একটি অংশ বিলুপ্ত হয়নি দাবি করলেও সভাপতিসহ একাধিক ছাত্রলীগ নেতার ফেসবুক ওয়ালে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যায়।
এদিকে শুরু থেকে বিষয়টি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিবাদমান দুইটি গ্রুপও পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়। একে কেন্দ্র করে শনিবার বেলা ৩টার দিকে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেন কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সুবজ ও সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী (২০১৫ সালে গঠিত কমিটি) অনুসারীরা।
উদ্ভুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার আবাসিক হল সিলগালা ও ১০ তারিখ ১৭ তারিখের সকল পরিক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিন রাতে ইলিয়াস হোসেন দুই অনুসারীকে মারধর করে রেজা-ই-এলাহীর অনুসারী। এনিয়ে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।