পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ মেনেই কাজ করে এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়। পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দফতরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, মানুষ পুলিশের সেবা পেতে থানায় আসে। থানার দরজা কখনো বন্ধ হয় না। জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও জনগণের কথা শুনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে প্রতিটি থানায় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা থানাকে মানুষের সেবা প্রাপ্তির প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে সহিংসতা হলে তা নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম। পুলিশের পর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে। আমরা নির্বাচনের সময় ইসি’র অধীনে থাকি, তাদের দেওয়া নির্দেশনা পালন করি। সে সময় পুলিশ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়।