ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিক্ষকরা সমাজ ও রাষ্ট্র গঠনে ব্যাপক অবদান রাখেন- বাবলু
Published : Thursday, 6 October, 2022 at 12:00 AM, Update: 06.10.2022 12:04:20 AM
শিক্ষকরা সমাজ ও রাষ্ট্র গঠনে ব্যাপক অবদান রাখেন- বাবলুকুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা জেলা প্রধান শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। সোমবার সকালে মফিজুর রহমান বাবলুর বাসভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি সালেহা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহ আহমদ ভূঁইয়া, সহ-সভাপতি মজিবুর রহমান (দেবিদ্বার)
সফিকুল ইসলাম (মুরাদনগর) খায়রুল কবির (চান্দিনা), সাধারণ সম্পাদক হোচ্ছামিয়া লুৎফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য তফাজ্জল হোসেন, আইয়ুব আলী, জেলা কমিটির নেতা নজির আহমদ হাজারি (সদর দক্ষিণ), মোঃ মমতাজ উদ্দিন (চান্দিনা) আলী আশরাফ মিলন (নাঙ্গলকোট) মোঃ শাহজাহান (মুরাদনগর) আয়েশা সিদ্দিকা (দেবিদ্বার) নাসরিন আক্তার (দেবিদ্বার) মোহাম্মদ ইদ্রিস মিয়া (লাকসাম) সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় মফিজুর রহমান বাবলু প্রধান শিক্ষক পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা হলেন অনুকরণীয় ব্যক্তি, তাদের দেখে শিক্ষার্থীরা শিখেন। তারা বিনয়ী হবেন, সহনশীল হবেন, প্রয়োজনে রাগ করবেন। শিক্ষকরা জাতির মেধা গড়ার কারিগর। শিক্ষকদের মেধাশ্রমই জাতির অমূল্য সম্পদ। একজন শিক্ষককে হতে হয় আরো ১০ জন মানুষের চেয়ে সেরা। কেননা তাকে দেখে শেখে আগামী প্রজন্ম। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সমাজ ও রাষ্ট্র গঠনে ব্যাপক অবদান রাখেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।