নাদিরা বেগমের বয়স ৫৩। পাঁচ বছর আগে স্বামী মো. রুহুল আমিন আত্মহত্যা করেন। এর পর থেকে দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস ও মারিয়াম জ্বীমকে নিয়ে অথই সাগরে পড়েন নাদিরা। কোনোরকমে সংসার চালিয়ে বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে দেন তিনি। বড় মেয়ে জান্নাতুল নিরাপত্তার কথা ভেবে ছোট বোন মারিয়ামকে নিজের কাছে নিয়ে আসেন। এতে একা হয়ে পড়েন মা নাদিরা। এর পর থেকেই দুই মেয়ে মাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, মাকে বিয়ে দেবেন। এতে মা একজন সঙ্গী পাবেন এবং নতুন সংসারে বাকি জীবনটা ব্যস্ততায় কাটাতে পারবেন। ব্যস, যেই ভাবনা, সেই কাজ। মাত্র দুই মাসের চেষ্টায় গত ৩০ সেপ্টেম্বর ৬২ বছর বয়সী মো. হান্নান খানের সঙ্গে নাদিরা বেগমের বিয়ে দিয়েছেন মেয়েরা।
গতকাল বুধবার রাজধানীর মিরপুরে স্বপ্ননগর আবাসিক এলাকায় মাহমুদুল ইসলাম আর জান্নাতুল ফেরদৌসের বাসায় বসে কথা হয় নাদিরা-হান্নান দম্পতির সঙ্গে। এ বাসাতেই পরিবারের সদস্য, কাছের বন্ধুবান্ধবের উপস্থিতিতে এই দম্পতির বিয়ে হয়েছে। বিয়ের পর মিরপুরে স্বামীকে নিয়ে নাদিরা বেগম চলে গেছেন তাঁর বাসায়।