Published : Thursday, 6 October, 2022 at 3:48 PM, Update: 06.10.2022 4:06:46 PM
ফেসবুক গ্রুপ (WAB)-এ মায়ের বান্ধবীর খোঁজে তাসনুভা ওয়াসিমা নামে একজন একটি ছবি সহ পোস্ট করেন। দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও যোগাযোগ ছিল না সে ছবির মানুষগুলোর। অনেক প্রত্যাশা নিয়ে পোস্ট দিয়েছেন বলেও জানান তিনি। একটি ফেসবুক পোস্ট তার মা এবং মায়ের বান্ধুবীকে এক করে দিল।
এদিকে মায়ের বান্ধবীকে একসাথে কথা বলতে দেখে আবেগাপ্লুত হয়ে তাসনুভা লিখেছেন-
প্রিয় মানুষকে খুঁজে পাওয়ার নজির সোশ্যাল মিডিয়াতে দেখে ভালোই লাগতো, একই ঘটনা যখন নিজের জীবনে ঘটে! আল্লাহ! এই অনুভূতি বলে বোঝানোর মতো না!
আলহামদুলিল্লাহ, অবশেষে প্রায় ২৯ বছর পর আমার মা ওনার প্রিয় বান্ধবী শাহনাজ খানম মুন্নীকে খুঁজে পেয়েছেন।অবশ্যই আমি এই গ্রুপের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। চোখের সামনে আমি আমার মা এবং ওনার প্রিয় বান্ধবীর কথোপকথন দেখছি, এই অনুভূতি আসলেই বলে বুঝানোর মতো না!
এক জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিইবা হতে পারে। ২৯ বছরের বিচ্ছেদ জীবনের অবসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে ব্যবহার করলে দারুণ কিছু করা সম্ভব সেটি আবারও প্রমাণ করলো ওয়াব। আলো আসবেই, না আসলে টেনে আনবো ইন শা আল্লাহ।