রাজধানীর বাড্ডায় মায়ের বকুনিতে বিষপান করেন নুসরাত জাহান লারা (২০) নামের এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষপান করেন লারা। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকা সোমা বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে আসি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তার পরিবারের সাথে কথা বলে জানতে পারি, লারা মোবাইলে আসক্ত ছিল। পড়ালেখায় মনোযোগী ছিল না। এজন্য তার মা বকুনি দেওয়ায় অভিমান করে কীটনাশক পান করে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাবার নাম মো, হুমায়ুন কবির।