ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা থেকে নিখোঁজ নিলয় বললেন
‘এটা একটা ভুল পথ’
Published : Friday, 7 October, 2022 at 12:00 AM, Update: 07.10.2022 1:06:35 AM
‘এটা একটা ভুল পথ’ নিজস্ব প্রতিবেদক:
জঙ্গিবাদে জড়িয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ গ্রেপ্তার সাতজনকে তারা গতকাল বুধবার গ্রেপ্তার করে। গত আগস্ট মাসের শেষ দিকে কুমিল্লা সদর এলাকা থেকে আট তরুণ নিখোঁজ হন। তাদের মধ্যে শারতাজ ওরফে নিলয়ও ছিলেন। তিনি গত ১ সেপ্টেম্বর রাজধানীর কল্যাণপুরের বাড়িতে ফিরে আসেন। নিলয়কে তার পরিবারের হেফাজতে রেখে বাকি নিখোঁজ সাতজনসহ অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করে র‌্যাব। এভাবেই তারা গতকাল সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জঙ্গিবাদে জড়ানো সম্পর্কে গণমাধ্যমকে বলেন, ‘এটা একটা ভুল পথ। কোনো কিছু করার আগে জেনে বুঝে করা উচিত। কেউ আমার মতো না বুঝে এমন ভুল করবেন না।’
নিলয় বলেন, পরিবার ছেড়ে কথিত হিজরতে যাওয়ার পর তিনি নিজের ভুল বুঝতে পারেন। তাই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। সুযোগ বুঝে তিনি পালিয়ে বাসায় ফিরে আসেন।
নিলয় আরো বলেন, ‘আমি চার থেকে পাঁচ দিন হিজরতে ছিলাম। তার মধ্যেই বুঝতে পারি, এটা ভুল পথ। আসলেই এটা ভুল পথ। এই ভুল পথে কেউ যাতে পা না বাড়ায়, সেই অনুরোধ আমি জানাই।’
সম্প্রতি কথিত হিজরতের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাওয়া তিন তরুনসহ জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সাতজনকে গ্রেফতারের পর নতুন এক জঙ্গি সংগঠনের বিষয়ে তথ্য পেয়েছে র‌্যাব। নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে কিছু সদস্যকে নতুনভাবে একীভূত করে ২০১৭ সালে এই নব্য জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু হয়। পরে ২০১৯ সালে সংগঠনটি “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া” (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার) হিসেবে নামকরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রিফাত ও হাসিব কুমিল্লার বাসিন্দা। তারা বাড়িতে কাউকে না জানিয়ে হঠাৎই উধাও হয়ে যায়।
গ্রেফতারকৃতদের মধ্যে রিফাত কুমিল্লাতে অর্থনীতি বিষয়ে স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত ছিল এবং গ্রেফতার হাসিব উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত এবং একটি অনলাইন ব্যবসার সাথে যুক্ত ছিল। তারা গত ২৩ আগস্ট বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। প্রায় একই সময়ে নিরুদ্দেশ হয় নিহাল আবদুল্লাহ, মো. আমিনুল ইসলাম ওরফে আল আমিন, ইমরান বিন রহমান ওরফে শিথিল, মো. আস সামী।