ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঐতিহ্যবাহী রামচন্দ্রপুরে বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জন
Published : Saturday, 8 October, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জেলার সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে উপজেলার রামচন্দ্রপুরে। সেখানে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিজয়া দশমী উদযাপন করা হয়। দুপুর থেকে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে বিভিন্ন গ্রাম থেকে সনাতন ধর্মাবলম্বীরা সমবেত হন রামচন্দ্রপুর বাজারের বিজয়া দশমী মাঠে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস, বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন।
নরেশ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, টনকী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, বাঙ্গরা ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন,  রামচন্দ্রপুর উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, অসিত বরণ শংকর ও অনুপম দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এ অনুষ্ঠানটি আমাদের রামচন্দ্রপুরের ঐতিহ্য। দূর্গাপূজাটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে শেষ করার পিছনে যারা কাজ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আমি ধন্যবাদ।
বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন বলেন, পূজা চলাকালীন পুরো সময়টাই পুলিশ নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করেছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিজয়া দশমীর অনুষ্ঠান ও দূর্গা বিসর্জন কার্যক্রম শেষ  হয়েছে।
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রাম প্রসাদ দেব বলেন, প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের দেওয়া সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশংসনীয়। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে চড়ে মর্ত্যলোকে আসেন এবং স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্যদিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গ লোকের কৈলাসে স্বামীর ঘরে।