বুড়িচংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে জশনে জুলুছ
Published : Saturday, 8 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে ২ নং বাকশীমূল ইউনিয়ন এর কালিকাপুর বাজার কেহন্দ্রীয় জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দ: উদযাপন কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামাত ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও জশনে জুলুছ (মিছিল) বের করা হয়।
মিছিলটি গুরুত্বপূর্ণ স্থান সমূহ প্রদক্ষিণ শেষে বাজার মসজিদে মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, প্রভাষক মাওলানা মুহাম্মদ কাজী আল ইমরান, মুফতি মাওলানা মুস্তাফিজুর রহমান বাশারী, মাওলানা মুহাম্মদ মুমিনুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ ইউসুফ রেজা।
কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ শাহিনুল ইসলাম, হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ মোতাহের হোসেন, মোঃ ফজলুল হক সাবেক মেম্বার, মোঃ আব্দুল ওয়াদুদ, হাজী মোহাম্মদ আবদুল হালিম, মোঃ মোস্তফা কামালসহ আরো অনেকে।