ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন কুমিল্লার ১০ গুণী শিক্ষক
Published : Saturday, 8 October, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লায় সম্মাননা পেয়েছেন ১০জন গুণী শিক্ষক। কুমিল্লা গণিত ক্লাব ওই শিক্ষকদের এই সম্মাননা প্রদান করেন। গত ১৪ বছর ধরে কুমিল্লা গণিত ক্লাব এই শিক্ষক সম্মাননা দিয়ে আসছে দেশের বিভিন্ন স্থানের গুণী শিক্ষকদের। গত ৫ অক্টোবর বুধবার বেলা ১১টায় কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সম্মেলন কক্ষে এবারের এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: জামাল নাছের, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শরীফুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ক গাজীউল হক সোহাগ।
এতে আজীবন শিক্ষক সম্মানা পেয়েছেন বিশিষ্ট গণিতবিদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান। তাঁকে ১০ হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট, সনদ ও উপহার দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত অপর ৯জন শিক্ষক হলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো: ইউনুস মিয়া, কুমিল্লা ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম, কুমিল্লা জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক রহিমা আক্তার, কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেগম আমেনা সুলতান বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আল আমীন, কুমিল্লার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী সুপারিনটেনডেন্ট সনজিত কুমার সিংহ, বরুড়া উপজেলার আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছোলেমান হোসেন ও সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিয়া ইয়াসমীন। তাদের ক্রেস্ট, সনদ ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠান সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।