ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা অনুষ্ঠিত
Published : Saturday, 8 October, 2022 at 12:00 AM, Update: 08.10.2022 12:57:17 AM
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ও সন্ধ্যায় নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়স্থ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এই সভা দু’টি অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। প্রধান বক্তা হিসেবে উস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইয়াছিন আলী। সভায় অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে অনুষ্ঠিত দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ভিপির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন।
অপরদিকে সন্ধ্যায় মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকি রাকিব।
কর্মী সভায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল ও মহানগরের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কুমিল্লার নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক বর্তমান অবস্থা এবং চাহিদার কথা তুলে ধরেন। তারা বলেন, কেন্দ্রিয় যে কোন নির্দেশনা মেনে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল ও মহানগর স্বেচ্ছাসেবক দল রাজনৈতি যে কোন কর্মসূচি পালন করতে প্রস্তুত রয়েছে। কিন্তু যেসব ইউনিট গুলোর এখনো সাংগঠনিক কাঠামো নিশ্চিত হয় নি সেগুলো দ্রুত সম্মেলনের মাধ্যমে কমিটি তৈরী করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ¯ে¦চ্ছাসেবক দলের কুমিল্লার প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সবাইকে সোচ্চার থাকতে হবে। মানুষের ভোটের অধিকার যেন ফিরে আসে সেই লড়াইয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো যেন সব জায়গাতেই সাংগঠনিকভাবে সচেষ্ট থাকে সেজন্য কেন্দ্র সব সময় পর্যবেক্ষণ করছে। এছাড়া কুমিল্লা থেকে যেসব কথা নেতৃবৃন্দ জানালেন আমরা সেগুলো শুনেছি এবং আমরা সেসব ব্যাপারে ব্যবস্থা নিবো।
অনুষ্ঠানে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।