পিএসজির আরও একটি জয়হীন যাত্রা
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
বোমার
মতো বিকট শব্দে ফাঁটল এক গুঞ্জন। পিএসজি ছাড়তে চান এমবাপ্পে এবং সেটা
জানুয়ারিতেই। শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যমগুলো ঘটনা সত্য বলেই দাবি করতে
লাগলো। এর কয়েক ঘণ্টা পরেই মাঠে নামতে হলো ফ্রান্সম্যান এমবাপ্পের।
বেনফিকার
বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমার-এমবাপ্পে জুটি গড়লেন। পেনাল্টি
থেকে এমবাপ্পে গোল করলেন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়া হলো না প্যারিসের
ক্লাবটির। লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত শুরু করা পিএসজি টানা তৃতীয়
ম্যাচে থাকল জয়হীন।
মঙ্গলবার রাতে পার্ক দেস প্রিন্সেকে ৩৯ মিনিটে
পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। যেন তাকে কথা মতো রাজত্ব বুঝিয়ে দেওয়ার
চেষ্টা। কিন্তু ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে বেনফিকা।
জুভদের বিদায় করে পিএসজির সঙ্গে শেষ ষোলোয় যাওয়ার পথ পরিষ্কার করে।
এর
আগে ইউরোপ সেরার লড়াইয়ে গ্রুপ পর্বের ম্যাচে লিসবনে বেনফিকার বিপক্ষে
দুর্দান্ত এক গোল করেছিলেন লিওনেল মেসি। ইনজুরিতেও পড়েন তিনি। ওই ম্যাচে
সমতা নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পেরা।
এরপর লিগে রাঁসের বিপক্ষে বিশ্রাম
দেওয়া হয় মেসিকে। শুরুর একাদশে ছিলেন না নেইমারও। গোল শূন্য সমতা করে দশ
জনের পিএসজি। মঙ্গলবার দেখল টানা তৃতীয় সমতা। তবে চার ম্যাচ শেষে
জুভেন্টাসের তিন পয়েন্টের বিপরীতে আট পয়েন্ট নিয়ে পরের ধাপে পথে পিএসজি ও
বেনফিকা।