ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ৫-১১ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
সারা দেশের ন্যায় কুমিল্লার লালমাই উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১১ অক্টোবর মঙ্গলবার সকালে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রওনক জাহান  টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম কার্যদিবসে উপজেলার ৯টি ইউনিয়নের ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার নব্বই শিক্ষার্থীদের বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনেটি টিকা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী অজয় কুমার সিংহ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ দিকে গতকাল ১২ অক্টোবর উপজেলার আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শত বাষট্টি জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য  দিলীপ কুমার সিংহ, সদস্য সুজিত সিংহ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা আক্তার, সহকারী শিক্ষক বিউটি রানী হাজারী।
উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত)  বলেন উপজেলায় মোট ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৯০ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।
 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রওনক জাহান বলেন, যে সমস্ত শিক্ষার্থী আজকে অনুপস্থিত তাদেরকে ১৩ কর্মদিবসের মধ্যে টিকার আওতায় আনা হবে। এ কর্মসূচির পর একদিন উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।