ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাসপোর্ট অফিসে বয়স্ক নাগরিকদের জন্য আলাদা বুথ স্থাপনের সুপারিশ
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
দেশের প্রতিটি পাসপোর্ট অফিসে সিনিয়র সিটিজেনসহ (বয়স্ক নাগরিক) বিশেষায়িত ব্যক্তিদের জন্য আলাদা বুথ স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া তাদের জন্য যথাযথ সেবা নিশ্চিত করা এবং ট্রাফিক পুলিশের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করতে সুপারিশ করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী বৈঠকে অংশ নেন।
বৈঠকে প্রবাসীদের পাসপোর্ট বা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে এবং যাবতীয় বিষয়ের সমস্যা সমাধানে নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন বলে জানানো হয়। এছাড়া শারদীয় দুর্গাপূজায় পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানানো হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষাসেবা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, দুই বিভাগের অধীন সংস্থা প্রধানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।