ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাকে বাঁচাতে মেঘনায় ঝাঁপ দেওয়া ছেলের লাশ উদ্ধার
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দিয়ে নিখোঁজ ছেলের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার দুই দিন পর বুধবার (১২ অক্টোবর) হোসেন্দি এলাকায় মেঘনা নদী থেকে নাঈমের (২১) লাশ উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশ।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বজনদের খবর দিলে মামা আব্দুল রউফ এসে নাঈমের লাশ শনাক্ত করেন। তার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুরে।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জোনের নৌ-পুলিশের সুপার মিনা মাহমুদা বলেন, গজারিয়ার হোসেন্দি এলাকার মেঘনা নদী থেকে উধদ্ধার হওয়া লাশটি নাঈমের বলে শনাক্ত করেছেন তার স্বজনরা।  
প্রসঙ্গত, সোমবার (১০ অক্টোবর) মুন্সীগঞ্জের চর-কিশোরগঞ্জ নামক এলাকায় ছেলের সঙ্গে অভিমান করে চলন্ত লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দেন মা জামেরুন বেগম (৪২)। এ সময় মাকে বাঁচাতে ছেলে নাঈমও মেঘনায় ঝাঁপ দেন। তবে মা সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও সাঁতার না জানা ছেলে মেঘনায় ডুবে যান।