ব্রাহ্মণপাড়ায় জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"বাংলার মেহনতি মানুষ এক হও" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল ১২ অক্টোবর বিকেলে র্যালি শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধপপুর ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আবদুল বাতেন ভূইয়া সঞ্চালনায় এবং ব্রাহ্মণপাড়া শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবুল কাশেম মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্য এড. আবদুল আলীম খান, চান্দলা ইউনিয়ন শ্রমিকলীগেরর সভাপতি স্বপন খান, জয়েন সেক্রেটারি আব্দুল কাদের, আব্দুর রশিদ, বাসার মেম্বার, মালু মিয়া, সেলিম মোল্লা, বশির প্রমুখ।