বুড়িচংয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
বুধবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু প্রতিকৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া জাতীয় শ্রমিক লীগেরআন্দোলন, সংগ্রাম ও সফলতার ৫৩ তম বছরে উদযাপন উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ওবায়দুল হক লিটন এবং পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অনীল চন্দ্র কর্মকার, সাংগঠনিক সম্পাদক জি এম রুবেল চৌধুরী, উপজেলা সড়ক পরিবহনের সহ-সভাপতি মোঃ তারু মিয়া, মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া, রাজাপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক এম আব্দুর রশিদ মেম্বার, বাকশীমূল ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক এম ফয়েজ আহমেদ, ষোলনল ইউনিয়ন এর আহবায়ক মোঃ মাহাবুব হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসাইন,সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনির হোসেন, বি আর ডি বি শ্রমিক লীগ নেতা মোঃ কবির হোসেন ও শ্রমিক লীগ নেতা মোবারক হোসেন প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শ্রমিক লীগের আয়োজনে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।