একসঙ্গে মেঘনায় নেমেছে ৭ বন্ধু, প্রাণ গেলো দুজনের
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM
চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে ১৭ বছর বয়সী দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের মাদ্রাসা রোড এলাকার লঞ্চঘাটের পাশে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো- শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে মুকিত আলম (১৭) ও শহরের তালতলা গাজী বাড়ি এলাকার শাকির হোসেনের ছেলে আবদুল্লাহ গাজী (১৭)।
চাঁদপুর সদর নৌ-থানার এসআই বেলাল জানান, সকাল সাড়ে ১০টায় তারা সাত বন্ধু মিলে একত্রে নদীতে গোসল করতে নামে। এ সময় জোয়ারের কারণে নদীতে পানি বাড়ে। ওই দুজন তাদের ভারসাম্য রাখতে না পেরে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর নৌ-থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।