ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র‌্যালি
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ তিন পরিবারকে নগদ টাকা ও টিন বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই শ্লোগানে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবল দেশ। এদেশে প্রতিবছর কোন না কোন দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগন ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে ১৯৮৯ সাল থেকে প্রতি বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমান করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকি কমানোই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস, চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান বীর মুিক্তযোদ্ধা ফজলুল করিম দর্জি, আবু মুছা মজুমদার, আহসান হাবীব, সুমন ভূইয়া, সাংবাদিক মো. আব্দুল বাতেন প্রমুখ।
পরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে কোন অগ্নিকান্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্পর্কে উদ্বুদ্ধকরণে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।