ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবিদ্বারে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পিতবার সকাল ১০ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা মৎস কর্মকর্তা সুব্রত ভূস্বামী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. মাইনুদ্দিন, মফিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, উপজেলা পরিষদ স্কুলের প্রধান শিক্ষক মো. আল আমিন প্রমুখ।  
এ সময় বক্তারা বলেন, ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। এটি প্রথম ১৯৮৯ সালে শুরু হয়েছে। প্রতিবছর দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। এসময় বক্তারা শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দুর্যোগে কিভাবে নিজেকে রক্ষা করা ও  বৃক্ষ রোপনের গুরুত্ব বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়াও কিভাবে ‘আগাম সতর্ক বার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা  ও দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা  সে বিষয়েও আলোচনা করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, প্রাকৃতিক দুর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাসহ দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল।