ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যাত্রা শুরু করলো
বাংলাদেশ সাহিত্য সম্মিলনী
আনোয়ারুল হক সভাপতি, হালিম আবদুল্লাহ সাধারণ সম্পাদক
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM, Update: 14.10.2022 1:06:19 AM
বাংলাদেশ সাহিত্য সম্মিলনীনিজস্ব প্রতিবেদক:
 বিশিষ্ট লেখক, গবেষক, ঐতিহাসিক ও কবিদের সম্মিলন ঘটানোর লক্ষ্যে বাংলাদেশ সাহিত্য সম্মিলনী গঠন করা হয়েছে। জাতীয় এ সংগঠনের এক বিশেষ সভা বৃহস্পতিবার কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় কুমিল্লার কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট লেখক প্রফেসর আনোয়ারুল হককে সভাপতি ও বিশিষ্ট কবি হালিম আবদুল্লাহকে সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আবুল কাশেম হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া গল্পকার কাজী মো: আলমগীরকে সাহিত্য সম্পাদক ও কবি জহির শান্তকে দপ্তর সম্পাদক করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় নব গঠিত এ সংক্ষিপ্ত কমিটি সহসা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সেই সাথে ঢাকায় সংগঠনটির প্রধান কার্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া স্বল্পতম সময়ে সাহিত্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।