Published : Friday, 14 October, 2022 at 12:00 AM, Update: 14.10.2022 1:07:45 AM

রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় দুইটি মিনারেল ওয়াটার কোম্পানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের নূর ড্রিংকিং ওয়াটার ও নিশান ড্রিংকিং ওয়াটারকে নগদ ৮০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল।
জানা যায়, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের নামে অনুমোদহীন ওই দুইটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ চান্দিনায় পানি সরবরাহ করে আসছে। ওইসব প্রতিষ্ঠানে নেই পানি সরবরাহের লাইসেন্স ও বিএসটিআই’র কোন অনুমোদন। ওইসব অভিযোগে বুধবার বিকেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় নূর ড্রিংকিং ওয়াটারকে নগদ ৩০ হাজার ও নিশান ড্রিংকিং ওয়াটারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কুমিল্লা বিএসটিআই এর পরিদর্শক মো. সাহিদুল ইসলাম ও চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ মোতাবেক ওই দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভেজাল বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।