ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM, Update: 14.10.2022 1:07:49 AM
গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন প্রদীপ মজুমদার : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর)কালির বাজার হাই স্কুলের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু,দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন,সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাসুম হামিদ,সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক,সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক আমিন, পশ্চিম জোড় কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ্ হাসু,যুবলীগ নেতা মমিনুল ইসলাম লিটন,গলিয়ারা দক্ষিণ যুবলীগের আহ্বায়ক সোহেল,সদস্য হেদায়েতুল্লাহ সাগর,আজাদ,মাসুদ সেলিম,রতন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ফরিদ উদ্দিনকে সভাপতি ও সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক (১) রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (২)জসিম উদ্দিন কে নির্বাচিত করা হয়। এ কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।