ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গলিয়ারা উত্তর ইউনিয়ন আ’লীগের সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM, Update: 14.10.2022 1:07:54 AM
গলিয়ারা উত্তর ইউনিয়ন আ’লীগের সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশপ্রদীপ মজুমদার : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর গলিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ১২ বছর পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি- বার্ষিক সন্মেলন। ইতিমধ্যে সাধারণ সম্পাদক পদে হান্নান মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই সম্মেলনে কে হচ্ছেন সভাপতি তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও চুল ছেড়া বিশ্লেষণ। সন্মেলনকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুনে বর্ণাঢ্য সাজে সেজেছে পুরো ইউনিয়ন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন । সভাপতি পদে আলোচনায় আছেন আতিকুর রহমান রাজনীতিতে ক্লিন ইমেজধারী যিনি সবসময় পাশে থেকে গরীব মেধাবীদের শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের সহায়তা, করোনা কালীন সহায়তা,বিভিন্ন মসজিদে সহায়তা, খেলাধুলা উপকরণ, রাস্তা সংস্কার, গৃহ নির্মাণ সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। ইউনিয়নের ২৭ টি গ্রামে যার বিচরণ, তৃণমূল আওয়ামী লীগও পছন্দ করছে আতিকুর রহমান নামে মানবিক এই মানুষটিকে।
তবে দলের দুঃসময়ের ত্যাগী নেতারা জানান, চলমান শুদ্ধি অভিযানের ঢেউ লাগতে পারে সম্মেলনে। নেতৃত্ব থেকে ছিটকে পড়তে পারেন অনেক বিতর্কিত নেতা। ফলে আতংকে আছেন তারা। সেই সাথে আশাবাদী হয়ে উঠেছেন ত্যাগী ও ক্লিন ইমেজের নেতারা। বিভিন্ন সময় পদবঞ্চিত এই নেতারা মনে করেন শুদ্ধি অভিযানের ফলে তাদের জন্য দলের বিভিন্ন কমিটিতে স্থান পাওয়ার পথ তৈরি হবে।
এদিকে সম্মেলন সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। চায়ের দোকানগুলোতে জমে উঠেছে আলোচনার ঝড়।
সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার  নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী, দক্ষ, বিতর্কমুক্ত, স্বচ্ছ ও পরিছন্ন ইমেজকে প্রাধন্য দেওয়ার জন্য স্ব-স্ব ইউনিটের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানিয়েছেন। তিনি আরও বলেন নেতৃত্ব সৃষ্টিতে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামতেই সবকিছু হবে।