ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যমুনায় ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪৩ সেমি
Published : Saturday, 15 October, 2022 at 12:00 AM
ভারতের আসাম ও মেঘালয়ের দুই রাজ্যে প্রচণ্ড বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে হঠাৎ পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। এতে নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনায় গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা হার্ড পয়েন্ট এলাকায় ৪৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৩.৩৫ মিটার)। অপরদিকে কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫.২৫ মিটার)।
পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, ভারতের আসাম ও মেঘালয়ের দুই রাজ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এ কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অসময়ে যমুনায় দ্রুতগতিতে পানি বাড়ছে। চার দিন ধরে যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। ফলে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
২০২২ সালের জুনের শুরুতে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে যমুনা নদীর পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে পানি কমতে থাকে। ২৩ জুলাই তৃতীয় দফায় বৃদ্ধি ও ৬ আগস্ট থেকে কমা শুরু করে। টানা ২৫ দিন পর ৩১ আগস্ট হঠাৎ করেই যমুনার আবারও পানি বৃদ্ধি পায়। ১৩ সেপ্টেম্বর আবার পানি কমতে থাকে। দুই সপ্তাহ পর ২৬ সেপ্টেম্বর চতুর্থ দফায় পানি বাড়া শুরু হয়। এরপর আবারও কমার পরে পঞ্চম দফায় গত ১০ অক্টোবর থেকে আবারও দ্রুতগতিতে যমুনায় পানি বাড়তে শুরু করেছে।