ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ভোট না দিলে গুলির হুমকি চেয়ারম্যানের’
Published : Saturday, 15 October, 2022 at 12:00 AM
নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীকে ভোট না দিলে মেম্বারদের গুলি করার হুমকির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে।
মনোহরদী উপজেলার খিদিরপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব সোমবার ইউনিয়ন পরিষদে নির্বাচনি সভায় এই হুমকি দেন।সেখানে ইউপি সদস্যরাা উপস্থিত ছিলেন। এ ঘটনায় জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক খিদিরপুর ইউপির কয়েকজন সদস্য জানান, কাউসার রশিদ বিপ্লব জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান ও দুজন সদস্য প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন। বিনিময়ে সব মেম্বারের ভোট ওই প্রার্থীকে দিবেন বলে অঙ্গীকার করেছেন। এ জন্য চেয়ারম্যান বিপ্লব মেম্বারদের ডেকে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাপ প্রয়োগ করেন। না দিলে গুলি করার হুমকি দেন।
সদস্যরা আরও জানান, সোমবার এক সভায় গুলি করার হুমকির প্রতিবাদ করেন মেম্বাররা। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাদেরকে আবারও গুলি করার হুমকি দিয়ে ইউনিয়ন পরিষদের সুযোগ-সুবিধা কেড়ে নেয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, ‘মেম্বারদের এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
এ বিষয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’