ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণে ১৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
Published : Saturday, 15 October, 2022 at 12:00 AM, Update: 15.10.2022 12:52:29 AM
কুমিল্লা সদর দক্ষিণে ১৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতারমো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ আজ শুক্রবার সকালে জোড়কানন পশ্চিম ইউনিয়নের বটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহসহ তিনজনকে গ্রেফতার করেছেন। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মনিরুল ইসলাম ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয়ফোর্সসহ গোপনসূত্রে খবর পেয়ে জোড়কানন পশ্চিম ইউনিয়নের বটগ্রাম এলাকায় একটি প্রিমিও প্রাইভেটকারকে থামার সংকেত দেন। চালক পাশকাটিয়ে পালানোর চেষ্টাকালে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ি তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পশ্চিম বটগ্রামের জাহিদুল ইসলাম (২২), আঃ কাইয়ুম (২৭) ও মাসুক মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। এব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।