ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের অভিযান তিন মাদকব্যবসায়ি আটক
Published : Saturday, 15 October, 2022 at 12:00 AM, Update: 15.10.2022 12:52:45 AM
কুমিল্লায় র‌্যাবের অভিযান তিন মাদকব্যবসায়ি আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদকব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৪ অক্টোবর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে ৯.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা পশ্চিম রেসকোর্স গ্রামের মৃত আব্দুল ওহিদ এর মেয়ে আসমা বেগম (৩৫)।
অপর অভিযানে গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর (ভেজবাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩.৮ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিয়া গ্রামের মোঃ খুরশিদ আলম এর ছেলে মোঃ মেহেদী হাসান বাবু (৩৬) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ইছাপুরা (হাজী বাড়ী) গ্রামের মৃত মেহেরউল্ল্যা এর ছেলে আব্দুল কুদ্দুছ পাটোয়ারী রোমান (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিক আপটি ভ্যানটিকেও জব্দ করা হয়।
র‌্যাব জানিয়েছে গ্রেফতার মাদকব্যবসায়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ প্রক্রিয়া সচলমান রয়েছে।