আমাদের উপর অন্যায় করা হয়েছে
Published : Sunday, 16 October, 2022 at 12:00 AM
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মোঃ হানিফ----
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি খাস জমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড। এই উচ্ছেদ অভিযানে মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়ার দখলে থাকা দোকানঘর উচ্ছেদ করা হলেও মতিন মেম্বারের দখলে থাকা বসতঘর (স্থায়ী স্থাপনা) উচ্ছেদ করেনি পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এরকমই অভিযোগ তোলেন উপজেলার মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া ও তাঁর ভাই শাহজালালসহ এলাকাবাসী।
সংবাদ সম্মেলন মুক্তিযোদ্ধা হানিফ মিয়া ও তাঁর ভাই মোঃ শাহজালাল বলেন, গোমতি নদীর বাধ সংলগ্ন অলুয়া চন্ডিপুর মৌজার বি এস ১৩৬৭ দাগে ১ শত ২০ শতক খাস জায়াগা রয়েছে, এর মধ্য থেকে আমরা ১.১৫ শতক জায়গায় অস্থায়ী দোকানঘর করে আমারা ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি এবং একই দাগে খাস জায়গার বাকি ১১৮.৮৫ শতাংশ অংশে আবদুল মতিন মেম্বার পাকাঘর বাড়ি ও পুকুর খনন করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে। গত ১১ অক্টোবর দুপুরে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আবদুল মতিন মেম্বারে অভিযোগের ভিত্তিতে আমার দোকান ঘরটি ভেঙ্গে ফেলে। কিন্তু আবদুল মতিন মেম্বার প্রভাবশালী হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ তাহার ১১৮.৮৫ শতক জায়গা দখল মুক্ত করেনি। আবদুল মতিন মেম্বারের আত্মীয় স্বজন পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে উচ্চ পদস্থ চাকুরী করার সুবাদে তাহার স্থাপনা উচ্ছেদ করা হয়নি। সরকারি একই খাস জায়গার অংশে আমরা ও মতিন মেম্বার ভোগদখল করলেও পানি উন্নয়ন বোর্ড আমার স্থাপনা উচ্ছেদ করেছে, কিন্তু মতিন মেম্বারের স্থায়ী স্থাপনা উচ্ছেদ করেননি। এটা আমাদের উপর অন্যায় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, বাদশা ভূঁইয়া, জহিরুল ইসলাম, আবুল কালাম, মফিজুল ইসলাম, সাদেক, জুলাস মিয়া, তাজু মিয়া, মোঃ সোহেল, মোহাম্মদ শাকিল, সুলতান আহমদ, ফারুক আহমেদ, হারেজ প্রমুখ।