Published : Sunday, 16 October, 2022 at 12:00 AM, Update: 16.10.2022 12:55:59 AM

প্রদীপ মজুমদার।। কুমিল্লার লালমাই উপজেলার বড়তুলা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে জড়িয়ে শুক্রবার (১৪ অক্টোবর) সংবাদ প্রকাশিত হয়।এই সংবাদের প্রতিবাদে শনিবার(১৫ অক্টোবর) একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ভূলইন উত্তর ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,২ অক্টোবর বড়তুলায় আমার ব্যক্তিগত খামারের কাজ চলাকালীন সময় আমার ছোট ভাই শাহপরান মিস্ত্রিদের খাবার দিতে গেলে আমার আপন খালা মাজেদা ও খালাতো ভাইয়ের সাথে কথা-কাটাকাটি হয়। ওই সময় তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।পরবর্তীতে এলাকাবাসী সকলে মিলে ঝগড়াটি থামায়।এ বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে আমার ছোট ভাই আমাকে অবহিত করলে পরবর্তীকালে আমি ঘটনাস্থলে যাই।
তিনি আরও বলেন,ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলামনা।বিষয়টি জায়গা জমি ক্রয়ের সূত্রপাত থেকে ঘটনার উৎপত্তি।অথচ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াই আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে।আমি প্রিয় সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে ঘটনার সত্যতা তুলে ধরলাম।আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।উক্ত সাংবাদিক সম্মেলনে পরিবার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।