Published : Sunday, 16 October, 2022 at 12:00 AM, Update: 16.10.2022 12:56:02 AM

প্রদীপ মজুমদার :
পূর্ব শত্রুতার জের ধরে বাগানের বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকাল ১০টায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ নাগরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে ও অভিযোগ সূত্রে জানা যায় বাড়িতে চলাচলের পথ নিয়ে দ্বন্দ্বের শুরু হয় ওই গ্রামের মৃত ছফর আলীর ছেলে মৌলভী শরাফত আলী ও আবদুল মান্নানের সাথে। শরাফত আলীর পৈত্রিক নিবাস একই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হাতীলোটা গ্রামে। তের বছর পূর্বে তিনি নাগরীপাড়ায় এসে বসতি শুরু করেন। অভিযুক্ত আবদুল মান্নান ও ইয়াছিন মিয়া সম্পর্কে শরাফত আলীর মেয়ের শ্বশুর এবং চাচা শ্বশুর। ডাকাতিয়া নদীর পাড়ে শরাফত আলীর নয় শতক জায়গার মাটি জোর পূর্বক বিক্রি করেন আবদুল মান্নান। এনিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং মামলা হয়। যা এখনো চলমান রয়েছে।
মৌলভী শরাফত আলী বলেন আমার বলেন আমার কোন ছেলে নেই। আবদুল মান্নান গং সবসময় আমাকে হুমকি ধামকি এবং গালমন্দ করে থাকেন। আমার জমির মাটি জোর করে বিক্রি করে দিয়েছে। আমাকে পথে আক্রমণ করে মাথায় আঘাত করেছে। এব্যাপারে মামলাও হয়েছে। গত বৃহস্পতিবার আমার বাগানের বিভিন্ন ফলজ গাছ কেটে দিয়েছে তার ভাই ইয়াছিন।
অভিযুক্ত ইয়াছিন বলেন বাগানের গাছের ছায়ায় ফসল নষ্ট হয়। ঝড়ে ডাল ভেঙ্গে আমার ঘরের ক্ষতি হয়েছে। অনেকবার বলেছি গাছের ডাল কাটার জন্য, না কাটায় আমি কেটে দিয়েছি।
স্হানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন তাদের মধ্যে অনেক দিন ধরে মনোমালিন্য হচ্ছে। আমরা গ্রাম্য শালিসির মাধ্যমে চেষ্টা করেছি সমাধানের। শরাফত আলীর জমির মাটি কেটে নেওয়ার ঘটনা সত্য বলে জানান।