ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কান্দিরপাড়ে ইজিবাইক-মিশুক প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা
Published : Sunday, 16 October, 2022 at 12:00 AM, Update: 16.10.2022 12:56:38 AM
কান্দিরপাড়ে ইজিবাইক-মিশুক প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা নিজস্ব প্রতিবেদক: যানজট নিরসনে কুমিলা নগরীর কান্দিরপাড়ে যান চলাচল সীমিত করছে সিটি করপোরেশন। এবিষয়ে একটি জরুরি ঘোষনাও মাইকে প্রচার করছে করপোরেশন। সিটি মেয়র আরফানুল হক রিফাতের বরাত দিয়ে ঘোষনায় বলা হচ্ছে, শহরের নির্দিষ্ট এলাকার ভিতর ইজিবাইক, মিশুক- অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিভিন্ন দিক হতে কান্দিরপাড়ে অযান্ত্রিক যান প্রবেশ করতে পারবে না। জিলা স্কুল, রাজগঞ্জ, পুলিশ লাইন্স, কাত্যায়নী কালী বাড়ির সামনে এবং সালাউদ্দিন মোড় থেকে কান্দিরপাড়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও মিশুক অটোরিকশা প্রবেশ করতে পারবে না।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপু জানান, সিটি করপোরেশনের সাথে জেলা পুলিশ সমন্বিত ভাবে কাজ করবে। কান্দিরপাড়কে যানজটমুক্ত রাখাই আমাদের প্রথম লক্ষ্য।
সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।