ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
‘তথ্য প্রযুক্তিতে কুমিল্লার জেলা প্রশাসক যে গতি তৈরি করেছেন, তা অব্যহত থাকুক’
Published : Sunday, 16 October, 2022 at 12:00 AM, Update: 16.10.2022 12:57:56 AM
তানভীর দিপু:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সার প্রায় ৭ লাখ। দেশ হিসেবে সারা বিশ্বে এই সংখ্যা দ্বিতীয় বৃহত্তম। অর্থাৎ তথ্য- প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণরা এখন বিশ্ববিাজারে তাদের কাজের মাধ্যমে যে আয় করছে- তা অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক প্রশংসনীয়। এছাড়া সাইবার সিকিউরিটিতেও আমরা ৩২ ধাপ এগিয়ে আসছি। আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের তরুণরা এখন বিদেশীদের তুলনায় কম খরচে অনেক দুর্দান্ত এ্যাপ্স বা সফ্টওয়ার তৈরী করছে যা সত্যি প্রশংসার দাবিদার। এসব দক্ষতা এখন স্কুল পর্যায় থেকেই তৈরী হচ্ছে যার উদাহরণ কুমিল্লা। তথ্য প্রযুক্তিতে কুমিল্লা ডিসি  (জেলা প্রশাসক) কামরুল হাসান যে গতি তৈরি করেছে তা যেন অব্যহত থাকে। কারন কুমিল্লায় প্রাকৃতিক সম্পদের তুলনায় মানব সম্পদ বেশী। এখানে সবচেয়ে বেশী প্রবাসী। মেধাবীদের সংখ্যাও অনেক বেশী। তাই প্রযুক্তিকে গ্রহণ করে এবং ব্যবহার করলে কুমিল্লা দেশের সেরাতেই অবস্থান করবে।
তিনি গতকাল শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুল মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপপরিচালক অপর্ণা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফি, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সভায় কুমিল্লা জেলা প্রশাসনের নতুন উদ্ভাবন ‘শিক্ষায়তন’ অ্যাপস্ উদ্বোধন করেন অতিথিগণ।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমার দায়িত্বকালে আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য একটা পথ তৈরী করে যেতে। যে পথে রয়েছে তথ্য প্রযুক্তির ভান্ডার। শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে। সে জন্য আমি শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরী করেছি। রোবটিক্স স্কুল গড়েছি। এসব কর্মযজ্ঞের ফলে আমার রাষ্ট্রীয় স্বীকৃতি মিলেছে। তবে আমার কাজের স্বার্থকতা হবে তখনই যখন শুনবো কুমিল্লার শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে দেশে ও দেশের বাইরে সফল হবে। আমি হয়তো আর খুব বেশী দিন কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নেই। তবে যতদিন ছিলাম নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।
কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীর মাঝে উপহার তুলে দেন সিনিয়র সচিব এনএম জিয়াউল। অনুষ্ঠানে কুমিল্লার আরেক কৃতি সন্তান জিলা স্কুলের দশম শিক্ষার্থী সিরাজুস সালেকীন সামিন এর হাতে ৫০ হাজার টাকার টাকার একটি চেক তুলে দেয়া হয়। আগামী ডিসেম্বরে কলম্বিয়ায় অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক জুনিয়র সাইন্স প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ৬ সদস্যদের একটি দল প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে। কুমিল্লার ছেলে সিরাজুস সালেকীন সামিন সেই দলের  একজন।
প্রসঙ্গত, ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরি ও জন্ম মৃত্যুনিবন্ধন বিষয়ে চট্টগ্রাম বিভাগে সেরা হয়েছে কুমিল্লা জেলা। এই দুইটি পদক গ্রহণ করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।