নামিবিয়া- নামটা মনে রেখো : টেন্ডুলকার
Published : Monday, 17 October, 2022 at 12:00 AM
অস্ট্রেলিয়ায়
রবিবার থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই বড় অঘটনের জন্ম
দিয়েছে নামিবিয়া। উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপ চ্যাম্পিয়ন দুর্র্ধষ
শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৫৫ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে নিঃসন্দেহে
ক্রিকেট দুনিয়ায় নামিবিয়ার নামটি আরো উজ্জ্বল হলো। ক্রিকেট কিংবদন্তি শচীন
টেন্ডুলকারের প্রশংসাও আদায় করে নিয়েছে আফ্রিকার দলটি।
টুইটারে শচীন
টেন্ডুলকার ইংরেজি এবং হিন্দি মিলিয়ে লিখেছেন, ‘নামিবিয়া আজ ক্রিকেটবিশ্বকে
জানিয়ে দিল―নামটা মনে রেখো। ’ এই টুইটটি রিটুইট করে নামিবিয়ার অধিনায়ক
এরাসমাস লিখেছেন, ‘নামটা মনে রেখো’। জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা
টুইটারে লিখেছেন, ‘আমাদের প্রতিবেশী আফ্রিকান ভাইয়েরা দুর্দান্ত খেলেছ। ’
পাকিস্তানের সাবেক ওপেনার ইমরান নাজির লিখেছেন, ‘নামিবিয়া―এটাই ক্রিকেটের
সৌন্দর্য। এশিয়ান চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারিয়েছে। ’
আইসিসির সহযোগী
দেশগুলো যে শক্তিমত্তায় পিছিয়ে নেই―সেটা উল্লেখ করে নেদারল্যান্ডসের সাবেক
ক্রিকেটার বেন কুপার লিখেছেন, ‘কী দুর্দান্ত পারফরম্যান্স নামিবিয়ার!
সহযোগী এবং পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যে এখন আর পার্থক্য নেই, সেটা তারা
বুঝিয়ে দিয়েছে। ’ ধারাভাষ্যকার ইয়ান বিশপ লিখেছেন, ‘আইসিসি-২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু। গেরহার্ড এরাসমাসের নামিবিয়ার উঠে
আসার এ পথ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। দুর্দান্ত। ’