ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাবনার চেয়েও বড় জয়ের নায়ক ফ্রাইলিঙ্ক
Published : Monday, 17 October, 2022 at 12:00 AM
“এই মুহূর্তে আমি কিছুটা ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এই মাত্র যা অর্জন করলাম, এটা আমরা যা করতে পারব বলে ভেবেছিলাম, এর চেয়ে বেশি”, বলছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়ার ইতিহাস গড়া জয়ের নায়ক ইয়ান ফ্রাইলিঙ্ক। ছোট ছোট অবদান বেশ কয়েক জনের আছে তবে অলরাউন্ড নৈপুণ্যে সবচেয়ে বড় অবদান তারই। বিস্ফোরক ইনিংস আর দারুণ বোলিংয়ের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনিই।  
জিলংয়ে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে ৫৫ রানে জেতে নামিবিয়া! ১৬৩ রানের সংগ্রহ গড়া দলটি এশিয়া চ্যাম্পিয়নদের থামিয়ে দেয় ১০৮ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে নামিবিয়ার রান ছিল ৬ উইকেটে ৯৩। সেখান থেকে জেজে স্মিটের সঙ্গে ৩৩ বলে ৬৯ রানের বিস্ফোরক জুটিতে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন ফ্রাইলিঙ্ক। ২৮ বলে চারটি চারে তিনি করেন ৪৪ রান। তার ও স্মিটের ব্যাটে শেষ ৪ ওভারে আসে ৫৭ রান।
রান তাড়ায় সেভাবে চ্যালেঞ্জই জানাতে পারেনি লঙ্কানরা। তিনে নামা ধনাঞ্জয়া ডি সিলভাকে বিদায় করার পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার উইকেট নেন ফ্রাইলিঙ্ক। অন্য বোলাররাও অবদান রাখায় বেশ আগেই ম্যাচের ফল নিয়ে সংশয় প্রায় শেষ হয়ে যায়।
 টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ফ্রাইলিঙ্ক। গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়ে জিতেছিলেন প্রথমবার।