হাসান ইমাম মজুমদার এর বিদায় সংবর্ধনা
Published : Monday, 17 October, 2022 at 12:00 AM, Update: 17.10.2022 12:02:37 AM

ভাষা
সৈনিক অজিত গুহ মহা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ,
সৃজনশীল সংগঠক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাসান ইমাম মজুমদার এর বিদায়
সংবর্ধনা অনুষ্ঠান গতকাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে
আইসিটি ভবন এবং বংগবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন কৱা হয় । উদ্বোধন
শেষে গার্ড অব অনার এর মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম
বাহাউদ্দিন বাহার। এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়েৱ
ডিন ও বংগ বন্ধু মুক্তিয্দ্ধু বাংলাদেশ গবেষণা ইনিস্টিটিউট এৱ পৱিচালক ড.
মনিরুজ্জামান শাহীন ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক কাজী আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ শরিফুল
ইসলাম। সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ। আহবায়ক এর
বক্তব্য রাখেন অধ্যাপক নাজমা আহমেদ ।মানপত্র পাঠ করেন কলেজ শিক্ষক পরিষদ
সম্পাদক অধ্যাপক কামরুৱ রশিদ। কোরান তেলোয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাএ
সাইফুল ইসলাম সাইফ ও গীতা পাঠ করেন একাদশ শ্রেনির ছাএী রীতা পাল। প্রাক্তন
ছাএদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা
সম্পন্ন মাস্টার্স অধ্যয়নরত ছাএ শুক্কুর আলম। অনুষ্ঠানের শেষে বিদায়ী অতিথি
অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার কলেজের বৃওি তহবিলের জন্য ৫ লক্ষ টাকা চেকের
মাধ্যমে অনুদান প্রদান করেন ও কলেজ সেমিনারের জন্য দুই শতাধিক বই ও একটি
বুক সেলফ প্রদান কৱেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক
ও কর্মচারীসহ অন্যান্য শিক্ষক , ছাত্র ছাত্রী ও অতিথিবৃন্দ।