Published : Monday, 17 October, 2022 at 12:00 AM, Update: 17.10.2022 12:02:45 AM

নিজস্ব প্রতিবেদক: "সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে-মান" এ প্রতিপাদ্য নিয়ে নিয়ে কুমিল্লায় ৫৩তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ উপলেক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফি।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের প্রধান খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক ডক্টর ওয়ালীউল্লাহ,কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা সভাপতি ও বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাখ হায়দার।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা সহকারী পরিচালক (মেট্রোলজি) পূজন কর্মকার, শাহ-আলম,শহিদুল ইসলাম,বিএসটিআই কুমিল্লা মাঠ কর্মকর্তা নিখিল রায়,খাইরুল ইসলাম,শহিদুল ইসলাম,আনিসুর রহমান,তারেক রহমানসহ কুমিল্লা ফেনী লক্ষীপুর, চাঁদপুর, বি-বাড়িয়া ও নোয়াখালীর ব্যবসায়ীবৃন্দরা।