ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা গ্রুপ চ্যাম্পিয়ন কুমিল্লা
Published : Monday, 17 October, 2022 at 12:00 AM, Update: 17.10.2022 12:02:52 AM
কুমিল্লায় ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা গ্রুপ চ্যাম্পিয়ন কুমিল্লানিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় কুমিল্লা ভেন্যুতে ২৭তম জাতীয় যুব হকি পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল চারটায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফনুল হক রিফাত।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, কুমিল্লা দোকান মালিক সমিতি সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন , কুমিল্লা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি। এসময় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত চিলেন।
গতকাল দিনের প্রথম ম্যাচ সিলেট জেলা দল ২-০ গোলে হবিগঞ্জ জেলা দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা জেলা দল ৭-০ গোলে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। প্রথম ম্যাচের মতো গতকালও কুমিল্লা জেলা দলের হয়ে হ্যাটট্রিক করেন মানিক।