Published : Monday, 17 October, 2022 at 12:00 AM, Update: 17.10.2022 12:02:57 AM

দেশে
এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে আরও ৩৫১
জন কোভিড রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪
ঘণ্টায় ৫ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৫১ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে
শনাক্তের হার কমে হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই হার ৭ দশমিক ৭৮
শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে
২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার
৪০১ জনে।
গত ২৪ ঘণ্টায় ৬২০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে
স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮
জন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২৪৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের
সবকটি বিভাগের ৩২টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
গত
২৪ ঘণ্টায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন নারী, বাকিরা
পুরুষ। তাদের ৪ জন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন সিলেট
বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের ৫ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম
সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক
বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী
শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে
প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও
১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের
সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ৪৫ লাখ।