ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোভিড পজিটিভ হলেও খেলা যাবে বিশ্বকাপে
Published : Monday, 17 October, 2022 at 12:46 PM
কোভিড পজিটিভ হলেও খেলা যাবে বিশ্বকাপেকরোনায় এতদিন কঠোর পদক্ষেপ নিতে দেখা যেত অস্ট্রেলিয়ার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উদারনীতি গ্রহণ করতে দেখা গেলো আয়োজক দেশটির। আর সেটি হলো কোভিড পজিটিভ হয়েও কোনও ক্রিকেটার ম্যাচ খেলার অনুমতি পাবেন।

আইসিসি জানিয়েছে, কোনও খেলোয়াড় কোভিড পজিটিভ হলে আইসোলেশনের দরকার নেই। এক্ষেত্রে দলীয় চিকিৎসক নির্ণয় করবেন যে সংক্রমিত খেলোয়াড় খেলতে পারবেন কিনা। টুর্নামেন্টে থাকছে না কোনও বাধ্যতামূলক টেস্টিংও। 

আইসিসির টুর্নামেন্টে এমন নীতি এবারই প্রথম হলেও একই ধরনের নজির দেখা গেছে বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও। যারা কোভিড পজিটিভ হয়েছেন, তাদের বিষয়গুলো অবস্থা বুঝে দেখভাল করা হয়েছে। ফলে তাদের ম্যাচ খেলতে কোনও ধরনের বাধা দেওয়া হয়নি।

অথচ কিছুদিন আগেও অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের কঠোর বিধিনিষেধ ছিল। করোনা আক্রান্তদের বাধ্যতামূলক আইসোলেশনে যেতে হতো। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেই দেশটি কঠোর নিয়ম তুলে দেওয়ায় আইসিসিও নিয়ম শিথিল করেছে।

আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনও খেলোয়াড় পজিটিভ হলে স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। সংক্রমিত খেলোয়াড় একবার কোভিড নেগেটিভ হলে তার দলে ফেরার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না।