Published : Monday, 17 October, 2022 at 12:16 PM, Update: 17.10.2022 12:44:12 PM
ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এ বেস্ট প্রমিজিং অ্যাওয়ার্ড পেল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সেইসাথে জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশে ২য় স্থান অর্জন করেছে ভিক্টোরিয়া কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ফারিহা সুরভী। এছাড়া প্রতিযোগিতার ট্যাব পর্বে ইডেন মহিলা কলেজকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।এ প্রতিযোগিতায় ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ(ভিসিডিএস) এর বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
চাঁদপুর সরকারি কলেজে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি এমপি, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন সারমিন চৌধুরী (ভার্চুয়ালি) আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (ভার্চুয়ালি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। দু্ইদিন ব্যাপী চলা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক বিতার্কিক। আরও উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুল প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখনসহ অন্যান্যরা।
এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের সভাপতি শাহনুর কিবরিয়া সুজন বলেন-ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের জন্য বেস্ট প্রমিজিং এ্যাওয়ার্ড নিঃসন্দেহে একটি বড় অর্জন। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে এ্যাওয়ার্ড ও উত্তরীয় গ্রহণ আমাদের জন্য অনেক অনুপ্রেরণার ও গর্বের। ভিসিডিএস এভাবেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে গৌরবান্বিত করছে এবং ভবিষ্যতেও করবে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শুধুমাত্র পুঁথিগত পড়াশোনা দিয়ে একজন মানুষের মেধার মূল্যায়ন হয়না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিতর্ক মানুষের চিন্তা চেতনাকে শাণিত করে ও সত্যকে জানতে সহায়তা করে। ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ আগামী দিনে যোগ্য নেতৃত্বের পাশাপাশি দেশসেরা বিতার্কিক উপহার দিতে বদ্ধ পরিকর।