ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ আজ
কুমিল্লায় প্রতিদ্বন্দ্বিতায় ৬৬ জন সদস্য প্রার্থী চেয়ারম্যান ও ৬ সদস্য বিনাভোটে নির্বাচিত
Published : Monday, 17 October, 2022 at 12:00 AM, Update: 17.10.2022 12:03:55 AM
জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ আজনিজস্ব প্রতিবেদক: আজ কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৫ টি উপজেলায় নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইভিএমএ ভোট সহ প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। এ নির্বাচনে চেয়ারম্যান ও ৬ সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পর মাঠে লড়ছেন ৬৬ জন প্রার্থী।
জানা যায়, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৫ টি উপজেলায় মোট ৬৬ জন সদস্য ও সংরক্ষিত প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান ও ৬ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী সদস্যরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে (দাউদকান্দি) উত্তর জেলা যুবলীগের সদস্য নাসিম ইউসুফ, ৯ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর) কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে (লাকসাম) লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান মজুমদার, ১৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিণ) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই) মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিকেন্দ্রে সশস্ত্র পুলিশ, আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন প্রতিকেন্দ্রে। প্রতি কেন্দ্রের বাইরে পুলিশের একটি মোবাইল স্ট্রাইকিং টীম ছাড়াও পুরো নির্বাচনে র্যাবের টীম ও রিজার্ভ টীম হিসেবে বিজিবি থাকবে। ভোট কেন্দ্রের ৪শ গজের মধ্যে বহিরাগত কেউ থাকতে পারবে না। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহন করা হয়েছে।