Published : Tuesday, 18 October, 2022 at 12:00 AM, Update: 18.10.2022 12:47:28 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে পৃথক দু’টি ওয়ার্ড থেকে সাধারণ
সদস্য পদে মাত্র ১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী। তারা হলেন
জেলা পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের (লালমাই উপজেলা) আমির হোসেন মেম্বার ও ১৭
নম্বর ওয়ার্ডের (চৌদ্দগ্রাম উপজেলা) এমরানুল হক কামাল ওরফে ভার্ড কামাল।
সোমবার (১৭ অক্টোবর) কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা
গেছে, ১৪ নম্বর ওয়ার্ডে (লালমাই) আমির হোসেন মেম্বার - তালা প্রতীকে ৪৭
ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ বিল্লাল হোসেন ঘুড়ি প্রতীকে
পেয়েছেন ৪৬ ভোট। অপর প্রার্থী মোঃ আমির হোসেন- টিউবওয়েল প্রতীকে পেয়েছেন
২৫ ভোট।
অপরদিকে, ১৭ নম্বর ওয়ার্ডে (চৌদ্দগ্রাম) এর বিজয়ী প্রার্থী
এমরানুল হক কামাল- টিউবওয়েল প্রতীকে পেয়েছেন- ৫৯ ভোট। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বি মোঃ মহিবুল আলম মজুমদার- বক প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। অপর
প্রার্থী ডিজএম জাহিদ হোসেন টিপু- তালা- ৭ ভোট, সায়িদ আহমেদ- অটোরিকশা- ২১
ভোট, মোঃ জাফর আহমেদ- পাখা- ৩৩ ভোট, মোঃ আবুল কালাম আজাদ ভুইয়া- হাতি- ১
ভোট।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ৫জন সাধারণ সদস্য এবং
একজন সংরক্ষিত নারী সদস্য পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হয়েছেন। ফলে সোমবার (১৭ অক্টোবর) জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৫ টি উপজেলায়
মোট ৬৬ জন সদস্য ও সংরক্ষিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪৭
জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী।
বেলা দুইটা
পর্যন্ত ভোটগ্রহণ শেষে সাথে সাথেই কেন্দ্র থেকে ফলাফল জানিয়ে দেওয়া পরে।
পরে বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসান।