ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ভোট দেখতে এসে যুবকের মৃত্যু
Published : Tuesday, 18 October, 2022 at 12:00 AM, Update: 18.10.2022 12:47:22 AM
কুমিল্লায় ভোট দেখতে এসে যুবকের মৃত্যুস্টাফ রিপোর্টার: কুমিল্লার বুড়িচংয়ে জেলা পরিষদ নির্বাচনের ভোট দেখতে গিয়ে রাশেদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে তার মৃত্যু হয়। পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
মৃত রাশেদুল ইসলাম বুড়িচংয়ের সিন্ধুরিয়া পাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দারের মৎস্য হ্যাচারিতে কাজ করতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাশেদুলের মৃত্যু হয় বলে জানতে পেরেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার জানান, জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদে যান রাশেদুল। সেখানে উপজেলা পরিষদের কাছাকাছি একটি দোকানে চা পান করছিলেন। এ সময় হঠাৎ পড়ে যান। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাশেদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি জানান, রাশেদুল অসুস্থ ছিলেন। প্রায়ই উচ্চ রক্তচাপে ভুগতেন। কখনও কখনও তিন-চার দিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু জানান, হাসপাতালে আনার আগেই রাশেদুলের মৃত্যু হয়েছে। তার মুখমণ্ডলে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। পড়ে গিয়ে এই আঘাত লাগতে পারে।